গলসির পুরসাতে ফুটবল খেলায় জয়ী গুসকরা

আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় ৩০ তম নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে ১৭ ই নভেম্বর। সর্গীয় জয়নাল মন্ডল স্মৃতি রক্ষায় উদ্দ্যেশ্য  তারা ওই খেলা শুরু করেছেন। খেলায় বিভিন্ন জায়গার মোট ১৬ টি টিম অংশগ্রহণ করেছে। আজ প্রথম রাউন্ডের ষষ্ঠতম খেলা অনুষ্ঠিত হল। জাতীয় সঙ্গীত বাজিয়ে খেলার সুচনা করেন ক্লাব কতৃপক্ষ। প্রতিদিনের মতো এদিনও অগনিত ফুটবল প্রেমী মানুষ ভিড় জমান পুরসা ডিভিসি ক্যানেল সংলগ্ন মাঠে। উপস্থিত ছিলেন, মহামেডান স্পোর্টিং ক্লাবের জুনিয়ার টিমের প্রাক্তন খেলোয়াড় কাজল চৌধুরী, খেলা প্রশিক্ষক শ্যামল গোস্বামী, এলাকার বিশিষ্ট সমাজসেবী শা ওমর ফারুক, সনাতন ঘোষ, অসীম চক্রবর্তী সহ অনেকে। আজ ষষ্ঠ দিনের খেলায় গুসকরা একাদশ ও মথুরাপুর বানী সংঘ মুখোমুখি। প্রথম অর্ধে তিন মিনিট, পাঁচ মিনিট ও পনরো মিনিটে মোট তিনটি গোল গুসকরা একাদশ। তারপরই ২২ মিনিটে একটিগোল শোধ করে মথুরাপুর বানী সংঘ। তবে দ্বিতীয় অর্ধে কোন দলই গোল করতে পারেনি। এদিনের খেলায় ছয় সাতটি গোল মিস করে মথুরাপুর বানী সংঘ। গুসকরা হয়ে প্রথম গোল করে বিনোদ কিস্কু দ্বিতীয় গোল করে সুমন সরকার তৃতীয় গোল করেন সুরজিত বিশ্বাস। মথুরা পুরের হয়ে গোল করেন প্রথিক প্রমানিক। খেলায় শেষে গুসকরা একাদশ ৩- ১ গোলে জয়লাভ করেন। এদিনের খেলায় প্লেয়ার অফদা ম্যাচ হন গুসকরা একাদশের সুরজিৎ বিশ্বাস।