কেন্দ্রের নয়, পৃথক শিক্ষানীতি তৈরি করবে রাজ্য সরকার

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে তৈরি করে ফেলেছে জাতীয় শিক্ষানীতি । খুব শীঘ্রই সেটি গোটা দেশে কার্যকর হতে চলেছে । কিন্তু মোদী সরকারের তৈরি করা এই শিক্ষানীতির বদলে পৃথক শিক্ষানীতি তৈরির পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার ।

    সূত্রের খবর, এ সংক্রান্ত সিদ্ধান্তও নিয়ে ফেলেছে নবান্ন। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি একটি পৃথক শিক্ষানীতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। পড়ুয়া তথা রাজ্যের সার্বিক শিক্ষাব্যবস্থার স্বার্থ অক্ষুন্ন রেখে এই শিক্ষানীতি তৈরি করা হবে।

    এইজন্যে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু সহ মোট দশ জন সদস্যকে নিয়ে একটি কমিটি তৈরি করেছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।