নতুন ক্লাসে প্রথম দিন, বাবার ছবি জড়িয়ে অভিষেককন্যা ডল, ‘জানি তুমি সঙ্গে আছো’

নতুন গতি নিউজ ডেস্ক: বাবার মৃত্যু হলেও তিনি যে সবসময় সঙ্গে আছেন ডলের, তা মনে প্রাণে বিশ্বাস করে ছোট্ট মেয়েটা। বৃহস্পতিবার স্কুলের পথে রওনা দেওয়ার আগে জড়িয়ে ধরল বাবার ছবি। স্কুলে যাওয়ার সময় বাবার কাছে আদর খেয়েই স্কুলে যেত সে। অভিষেকের অনুপস্থিতিতে তাঁর ছবিকেই জড়িয়ে ধরল বাবার ছোট্ট ডল।

    এদিন অভিষেকের ফেসবুক প্রোফাইলে ডল লেখে,’প্রিয় বাবা, আজ ক্লাস সেভেনে আমার প্রথম দিন। তোমার আশীর্বাদ চাই। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছো। তোমার প্রিয় ডল।’ সকলের উদ্দেশ্যে অভিষেকের স্ত্রী সংযুক্তা লেখেন,’আপনারা আমার ডলকে শুভেচ্ছা ও আশীর্বাদ করুন। ওর ক্লাস সেভেনের নতুন টার্ম শুরু হল।’