|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের সিধি জেলায় এক সাংবাদিক ও আরো ৭জনকে সাংবাদিককে থানায় ডেকে বিবস্ত্র করে নির্মম অত্যাচারের অভিযোগ মধ্যপ্রদেশ রাজ্যের পুলিশের বিরুদ্ধে। এমনকি থানার ভিতরে নিয়ে গিয়ে তাঁদের অর্ধনগ্ন করে হেনস্তা করা হয় বলেও অভিযোগ। সাংবাদিক হেনস্তার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভে শামিল হয় মধ্যপ্রদেশের শিল্পীমহলের একাংশ।
জানা যায়, ঘটনা বেশ কয়েকদিন আগের। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার ছেলের একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে ৮ জনকে থানায় ডেকে পাঠানো হয়। আর তারপরই হয় সেই নির্মম অত্যাচার।
এই ছবি প্রকাশ্যে আসায় চাপে মধ্যপ্রদেশ পুলিশ। অবস্থা সামাল দেওয়ার জন্য পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয় কিন্তু তাতেও হয়নি কোন লাভ।
ঘটনার নিন্দা করে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি একটি টুইটে জানান “এটাই আচ্ছে দিনের নমুনা। নরেন্দ্র মোদির জমানায় দমনপীড়নই নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। কেউ প্রতিবাদ করলেই নেমে আসছে নির্মম অত্যাচার। রাষ্ট্রশক্তির এভাবে অপব্যবহার হচ্ছে। লজ্জাজনক!”