|
---|
কলকাতা: হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্য হাজরা মোড়ে জমায়েত করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। কিন্তু পুলিশের বাধা দেওয়ায় শুরু হয় বচসা এবং হয় ধস্তাধস্তি। একাধিক বিক্ষোভকারীকে তোলা হয় প্রিজন ভ্যানে। অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়।
বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের অভিযোগ “২০১৪ সালে টেট উত্তীর্ণ হয়েছি। মুখ্যমন্ত্রী আমাদের দফায় দফায় নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। আমরা ওঁর কথায় ভরসা করি। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার জন্য এসেছিলাম। পুলিশ অকথ্য অত্যাচার করেছে। ২ জন অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এর বিচার চাই।”