ইউক্রেন ফেরত বাঙালি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! রাজ্যের মেডিকেল কলেজগুলোতে পাবেন পড়ার সুযোগ

নতুন গতি নিউজ ডেস্ক: বুধবার বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেন ফেরত বাঙালি পড়ুয়ারা পড়াশোনার সুযোগ পাবেন রাজ্যের মেডিকেল কলেজগুলিতে।

    তিনি জানান “ইন্টার্ন ১১ জনই রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের সুযোগ পাবে। স্টাইপেন্ডও দেয়া হবে। প্রথম বর্ষের পড়ুয়ারা নতুন করে সরকারি ও বেসরকারি কলেজে পড়ার সুযোগ পাবেন। মেডিক্যাল কোর্সের মাঝপথ থেকে যাদের ফিরতে হয়েছে, তাঁরাও রাজ্যের বেসরকারি কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। রাজ্য সরকার ৫০ শতাংশ খরচ বহন করবে। এছাড়া ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডে’র সুবিধাও পাওয়া যাবে। ঋণও নেওয়া যাবে।”

    তিনি আরো জানান “যুদ্ধকালীন পরিস্থিতির কথা উল্লেখ করে MCI-এর কাছে রাজ্যের সুবিধাগুলির অনুমোদন”

    উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরেছেন ১১ জন ইনটার্ন-সহ ৩৯১ জন বাঙালি মেডিক্যাল পড়ুয়া। বুধবার তাদেরই সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।