“প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে”: মোদি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি, মেদিনীপুর: বুধবার মেদিনীপুরের সভা থেকে বিভিন্ন বিষয়ে ফের মোদি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি থেকে সাম্প্রদায়িক দাঙ্গা, বিভিন্ন বিষয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তিনি।

    মূল্যবৃদ্ধি ইস্যুতে তিনি বললেন “গ্যাসের দামের ঢেউ উঠছে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। একটা করে ঢেউ আসছে আর দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। লুট, লুট, লুট হচ্ছে। কেন্দ্র মানুষের পকেট লুট করেই চলেছে। ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস। প্রায় সব মানুষ সুগার, প্রেশারের ওষুধ খান, তার দাম বাড়িয়ে দেওয়া হল। এই সরকার আসলে মানুষ মারার সরকার।”

    তিনি আরো বলেন “গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে। আমরা দিল্লি জয় করবই। আপনারা পাশে থাকুন।”