অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও করে রাখেন ছাত্রছাত্রীরা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অনলাইনে পরীক্ষার দাবিতে উত্তাল গোটা রাজ্য। এরই মধ্যে এক উগ্র প্রতিবাদের চিত্র উঠে আসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

    জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে একদল পড়ুয়া গিয়ে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর ঘরের সামনে বসে পড়েন এবং তাঁকে ঘেরাও করে রাখেন। এসবের মধ্যে হঠাৎ একদল পড়ুয়া উপাচার্যর বন্ধ দরজায় লাথি মেরে খোলার চেষ্টা করেন। এক ছাত্রীর বক্তব্য “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মী আমাদের গায়ে হাত দিয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়া হবে একথা না ঘোষণা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”