ক্লাসরুম খুলে দাও, নয়ত রাস্তাই হবে ক্লাসরুম

মেদিনীপুর: ক্লাসরুম খুলে দাও, নয়ত রাস্তাই হবে ক্লাসরুম”, বিকল্প নয় গুগল – জুম ,রাস্তাই হোক ক্লাসরুম’ এমন দাবিকে সামনে রেখে মেদিনীপুর শহরে
মেদিনীপুর কলেজের সামনে SFI মেদিনীপুর লোকাল কমিটির উদ্যোগে কলেজ পড়ুয়া ও এসএফআইয়ের বেশ কিছু সদস্য ত্রিপল বিছিয়ে ক্লাস করেন ৷ এভাবেই পড়াশোনার মধ্যে দিয়ে অভিনব বিক্ষোভ প্রদর্শন করলেন তারা ।সেই সঙ্গে তাদের দাবি কোভিড বিধি মেনে অবিলম্বে খুলে দেওয়া হোক শিক্ষা প্রতিষ্ঠানের গেট, স্কুল কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীর ভর্তির ফি মকুব, সকল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা ইত্যাদি।

    চারিদিকে যখন সমস্ত কিছু ধীরে ধীরে খোলা হচ্ছে তখন শিক্ষা প্রতিষ্ঠানই বা কেন বন্ধ থাকবে , এমন দাবিতও তোলেন তারা। এদিন সাহিত্যের ক্লাস নেন শিক্ষিকা পাপিয়া চৌধুরী সরকার,পরিবেশবিজ্ঞান বিষয়ে ক্লাস নেন প্রাক্তন প্রধান শিক্ষক নন্দগোপাল ভট্টাচার্য,ইতিহাস বিষয়ে ক্লাস নেন গড়বেতা কলেজের অধ্যাপক সুব্রত দাস। আজকের আন্দোলনের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলেন জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি । এছাড়াও উপস্থিত ছিলেন সুকুমার মাজি, রনিত বেরা , বিশ্বজিৎ ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। এস এফ আই এর উদ্যোগে এই ধরনের কর্মসূচি আজ গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছে।