|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: উধাও SSC দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। জানা গিয়েছে, পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েও মাঝপথ থেকে ‘উধাও’ হলেন তিনি।
প্রসঙ্গত, অভিযোগ ওঠে মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়ে গিয়েছেন মন্ত্রীর মেয়ে। মামলাকারী একজন পরীক্ষার্থী ববিতা সরকার। উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের। মঙ্গলবার রাত ৮টার মধ্যে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মেখলিগঞ্জের বিধায়ককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে আদালত। তিনবার ফোন করে সুইচড অফ পাওয়ায় যোগাযোগ করতে পারেননি সিবিআইয়ের আধিকারিকরা। পৌনে আটটা নাগাদ মন্ত্রীকে ই-মেলে নির্দেশ দেওয়া হয় রাত আটটার মধ্যে হাজির হতে হবে তাঁকে। কিন্তু না তিনি জবাব দিয়েছেন, না দিয়েছেন হাজিরা। এই মামলায় হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ, বুধবার ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ছিল পরেশ অধিকারীর। কিন্তু আপাতত তিনি নিখোঁজ।