অভিজিৎ সরকার মৃত্যু: সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট পরবর্তীতে কলকাতায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল।

    উল্লেখ্য, গত বছর নির্বাচনের ফলাফলের পর তৃণমূলের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীদের হত্যার অভিযোগ তোলে গেরুয়া শিবির। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট অবধিও। তদন্ত শুরু করে সিবিআই। এই রাজনৈতিক হত্যাকাণ্ডে সবার প্রথমে উঠে আসে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের খুনের ঘটনা। বিধায়ক পরেশ পাল এবং এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মৃতের পরিবার। এতদিন তাঁদের জিজ্ঞাসাবাদ না করায় ক্ষোভ প্রকাশ করেছিল মৃতের পরিবার। প্রতিবাদ জানিয়ে মৃতের দাদা বিশ্বজিত্‍ সরকার সিজিও কমপ্লেক্সের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে শুরু করেছিলেন।