ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসসিয়েশন আয়োজন করেছিল সর্বধর্ম সম্প্রীতি উৎসব

কলকাতা: সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে বুদ্ধদেবের ২৫৬৬তম জন্ম জয়ন্তী। এদিন কলকাতার রানী রাসমণি রোডে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসসিয়েশন আয়োজন করেছিল সর্বধর্ম সম্প্রীতি উৎসব।

    উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা অ্যাসোসিয়েশনের চেয়ার পার্সন শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, রিশপ ড. শ্রীকান্ত দাস, অধ্যাপিকা সংঘমিত্রা চৌধুরী, ড. মমতাজ সংঘমিত্রা, শিখ সম্প্রদায়ের অমরন্দ সিং, পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, সুরেশ কুমার আগরওয়াল প্রমুখ। স্বাগত ভাষণ দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ বড়ুয়া। উপস্থিত অতিথিগণ তাঁদের বক্তব্যে বুদ্ধদেবের হিরণাদর্শের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত পরিবেশন হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন।