|
---|
দেবজিৎ মুখার্জি, মেদিনীপুর: বুধবার মেদিনীপুর কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কর্মী সম্মেলনে নেতা-কর্মীদের কড়া হুঁশিয়ারির সাথে দলের নতুন স্লোগান বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বললেন “কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করতে গেলে বুথ স্তরের কর্মীদের সঙ্গে দেখা করতে হবে। যারা মাঠে বসে থাকে তাঁরা বড় কর্মী, যাঁরা মঞ্চে বসেন, তাঁরা নন। কাজের মধ্যে দিয়েই নেতা তৈরি হয়। তাই মানুষের জন্য কাজ করতে হবে।”
তিনি আরো বলেন “কেউ যদি ভাবে আমি জেলা পরিষদের সদস্য মানে ভেবে নিলাম নিজের কাজ করব, কেটে দেব, এক সেকেন্ডে কেটে দেব। কেউ দলে কেউকেটা নয়। সবাইকে নিয়ে চললে তবেই সেটা দল হয়। মানুষের দুঃখে, দুর্দিনে পাশে থাকতে হবে। এভাবেই আমরা কাজ করি। গ্রামসভা থেকে পঞ্চায়েত সমিতি, পুরসভা- মানুষের হয়ে কাজ করলে পায়ে হাত ধরে প্রণাম করব। আর যাঁরা মানুষের কাজ না করে নিজের কাজ করবেন, তাঁদের বলব, অনেক করেছেন। দয়া করে ঘরে বসে যান।”
এদিন যুবপ্রজন্মের নেতাকর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন। সাধারণ মানুষের সমস্যার কথা শুনুন।