রাজ্য সরকারী কর্মচারীরা পেতে চলেছেন বোনাস, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নতুন গতি নিউজ ডেস্ক: ইদের আগেই এল খুশির খবর। রাজ্য সরকারী কর্মচারীরা পেতে চলেছেন বোনাস। আর সেটাও ইদের আগে। এদিন রাজ্য সরকার জানিয়েছে রাজ্যের যে সব কর্মচারীর মূল বেতন ৪৫ হাজার টাকা তাঁরা ১২ হাজার টাকা বোনাস পাবেন ও যাদের মূল বেতন ৩৬ হাজার টাকা তাঁরা সাড়ে ৪ হাজার টাকা বোনাস পাবেন। ইদের আগেই তাঁরা এই টাকা পেতে চলেছেন। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালেটে বিপুল সমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস। এখন অনেকেই মনে করছেন এই বোনাস ঘোষণা তারই জের।

    জানা গিয়েছে, রাজ্য সরকার প্রতি বছরই উৎসব ভাতা প্রদান করে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। কোভিড আবহে রাজ্যের আয় কমলেও মুখ্যমন্ত্রী সরকারী কর্মচারীদের উৎসব ভাতা প্রদান করতে পিছু পা হতে চান না। বিশেষ করে এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে তৃণমূল যে বিপুল সমর্থন পেয়েছে সেই দিকে তাকিয়ে। পোস্টাল ব্যালটে ভোট দেন মূলত সরকারি কর্মচারীরাই। সেখানে বিপুল সমর্থন মেলায় মোটামুটি একটা ধারনা তৈরি হয়ে গিয়েছে যে রাজ্য সরকারের কর্মচারীরা একুশের যুদ্ধে তৃণমূলকে দুইহাত ঢেলে ভোট দিয়েছেন। সেই যুদ্ধজয়ের রেশ কাটার আগেই এদিন রাজ্য সরকার উৎসব ভাতা নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের যে সব কর্মচারীদের বেতন ডিএ ও বেসিক মিলিয়ে ৩৬ হাজার টাকা তাঁরা সাড়ে ৪ হাজার ও যাদের ৪৫ হাজার টাকা তাঁরা ১২ হাজার টাকা বোনাস পাবেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের যাদের বেসিক ও ডিএ মিলিয়ে ৩১ হহাজার টাকা বেতন তাঁরা আড়াই হাজার টাকা এক্সগ্রাশিয়া পাবেন। যে সব কর্মচারী মুসলিম তাঁরা ইদের আগেই হাতে এই বোনাসের টাকা পেয়ে যাবেন। বাকিরা পাবেন পুজোর আগে অক্টোবর মাসে।