বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা রাজনীতি 8 November 2023 by নতুন গতি দেবজিৎ মুখার্জি, বাঁকুড়া: এবার আয়কর দফতরের নজরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে তল্লাশি।