|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোল, ডিজেল, গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে আজ অবস্থান বিক্ষোভ ঘোষণা করেছেন। সেই নির্দেশ মোতাবেক আজ কেশপুর বাসস্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ হয়।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, কেশপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শিউলি সাহা, পশ্চিম মেদিনীপুর জিলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, প্রাক্তন ব্লক সভাপতি চিত্ত গড়াই, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী সামসেদা বেগম সহ সমস্ত অঞ্চল নেতৃত্ববৃন্দ। বিধায়ক শিউলি সাহা তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র বাক্যবাণ করেন। পেট্রোল, ডিজেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ যে কত সমস্যায় পড়েছে এদিন তিনি তার উল্লেখ করেন। এছাড়াও তিনি দলের আগামী কয়েক দিনের কি কি কর্মসূচি আছে তারও উল্লেখ করেন।
উল্লেখযোগ্যভাবে আজকের দলীয় কর্মসূচিতে দেখা যায় নি কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত এবং তাঁর অনুগামী নেতা ও কর্মাধ্যক্ষদেরকে। এদিন বিধায়ক শিউলি সাহা তাঁর বক্তব্যে নাম না করে বলেন, যারা দলের পদাধিকারী হয়েও আজকের দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়নি, দলের কাছে তাঁদেরকে কারণ দর্শাতে হবে কেন তারা আজকের দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়নি। এদিন বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মীরা উপস্থিত হয়েছিল। কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।