কোরআন বিতরণ সভা ও ইফতার মজলিস

মহ. ইব্রাহীম মণ্ডল : ডফ্রাইডের পরের দিন,অথ্যাৎ ৮ এপ্রিল,২৩ ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় প্রথম পর্বে ১০৮-তম হজরত পীর গোলাম সালমানী আব্বাসী রাহ.-এর স্মরণে পাবনার শাহ সাহেব কতৃক প্রতিষ্ঠিত ঈসালে। সওয়াবে এফতার মজলিস,আলোচনা সভা,নামাজ আদায়,তাবারুকের মধ্য দিয়ে শেষ হয়।দ্বিতীয় পর্বে আল আমিন শিক্ষাকেন্দ্র-এর পক্ষ থেকে ,আওলাদে মুজ্জাদ্দেদে জামান রাহ.-হজরত মাওলানা ক্বারি ইসমাইল সিদ্দিকী,আল কোরআন একাদেমি লন্ডন-এর কনভেনর(রাজ্য) মাওলানা রাকিব হক,কনভেনর(জেলা) সৈয়দ মোরতোজা আলী-কে “কবি নজরুল আন্তজার্তিক পুরস্কার-২০২৩”-মানপত্র ও মমেন্ট দিয়ে সম্মানিত করা বিশিষ্ট সমাজসেবী শেখ মোহাম্মদ আবিদ ও গ্রাম বাসী বৃন্দ ,পুরস্কার তুলে দেন,মুহাম্মদ মাহাতাবুদ্দিন আব্বাসী। তৃতীয় পর্বে ,আল কোরআন একাদেমী লন্ডন-এর পক্ষ থেকে কুরআন প্রেমিকদের বাংলা অনুবাদ-সহ কুরআন শরীফ বিনামূল্যে বিতরণ করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন,আওলাদে পীর গোলাম সালমানী আব্বাসী ও আল আমিন শিক্ষাকেন্দ্র-এর প্রতিষ্ঠাতা,মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী। এই অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে