|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি: রেকর্ড হয়ে গেল এমটিউব এন্টারটেনমেন্ট প্রযোজিত গান “চিচিং ফাঁক”। গানটি গেয়েছেন গোয়েন্দা তাতার সিনেমার ‘ও মৌওলা’ খ্যাত গায়ক আমির আলি। সুর করেছেন সংগীত পরিচালক দেবাশিস কুন্ডু (ডি. কে.)।
রেকর্ডিং শেষে আমির আলি বলেন, আমি চেষ্টা করেছি গানটি সুন্দর করে করার। গানটি খুব মজার। হাসির ছলে নাচের গান। আশা রাখছি শ্রোতাদের মনের তৃপ্তি পূর্ণ করতে পারবো। আপনারা সঙ্গে থেকে ভালোবাসা দিন,এটুকুই চাই।