নতুন কৃষি আইন নিয়ে সরকারের সাথে আবার বৈঠক ২৯ ডিসেম্বর, ফল স্বরূপ না হলে ট্রাক্টর মার্চ হুমকি কৃষক নেতৃবৃন্দের

নতুন কৃষি আইন নিয়ে সরকারের সাথে আবার বৈঠক ২৯ ডিসেম্বর, ফল স্বরূপ না হলে ট্রাক্টর মার্চ হুমকি কৃষক নেতৃবৃন্দের

    নতুন গতি ডিজিটাল ডেস্ক : নতুন কৃষি আইন নিয়ে ২৯ তারিখ কেন্দ্রের সঙ্গে ষষ্ঠ রাউন্ড আলোচনায় বসবেন বিক্ষোভরত কৃষকরা। ইতিমধ্যেই দুপক্ষের পাঁচ রাউন্ড কথা হয়েছে কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। বিক্ষোভকারী কৃষকরা হুমকি দিয়েছেন, যদি কেন্দ্র কৃষি আইন বাতিল করার দাবি না মেনে নেয়, তবে ৩০ তারিখ তাঁরা সিঙ্ঘু সীমানা থেকে ট্রাক্টর মার্চ করবেন।

    বিক্ষোভকারীদের দাবি, Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Service Act, ২০২০ এবং The Essential Commodities (Amendment) Act, ২০২০ বাতিল করতে হবে। কৃষক নেতা দর্শন লাল বলেছেন, ২৯ তারিখের আলোচনায় সরকার এই দাবি না মানলে কুণ্ডলী-মানেসর-পালওয়াল হাইওয়েতে ৩০ তারিখ ট্রাক্টর মার্চ করবেন তাঁরা। দিল্লি ও দেশের আশপাশের মানুষরা যাতে তাঁদের সঙ্গে এসে নতুন বছর উদযাপন করেন সেই আহ্বান করেছেন তিনি।

    এর মধ্যে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইট দাবি করেছেন তাঁকে খুনের হুমকি দিয়ে বিহার থেকে ফোন আসছে। তিনি কল রেকর্ডিং পুলিশকে ফরওয়ার্ড করেছেন।

    আগামীকাল আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত শততম কিষাণ রেলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, মাল্টি কমোডিটি এই ট্রেন পরিষেবা ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি, লঙ্কা, পেঁয়াজের মত শাকসবজি এবং আঙুর, কমলালেবু, কলা, আপেলের পরিবহণ করবে। যে সব সবজি-ফল পচে যেতে পারে, সেগুলো সব স্টেশনে তোলা-নামা করা সম্ভব। এর ওজনের কোনও বাধ্যবাধকতা নেই। এই পরিবহণে ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে কেন্দ্র।