|
---|
সেখ সামসুদ্দিন, ১৪ আগস্ট: মেমারি-১ ব্লকের নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, বিমল সরেন ও অর্পিতা মুর্মু। আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতি নির্বাচনের সাথে সাথে সদস্যদের শপথ গ্রহণের দিন। মেমারি থেকে এই তিন নির্বাচিত সদস্য ট্রেনে করে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলেন কর্মী সমর্থকদের নিয়ে। আরো অন্যান্য স্টেশন থেকেও কর্মী সমর্থকরা উঠবেন বলে জানান মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নিত্যানন্দ ব্যানার্জী। জেলা পরিষদের প্রস্তাবিত সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও সহ-সভাপতি গার্গী নাহা বলে জানা যায়। তারা জেলা পরিষদে শপথ নেয়ার পর তার এলাকাধীন জেলা পরিষদের যে সকল রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন সে বিষয়গুলিতে উদ্যোগী হবেন বলে জানান।