|
---|
খড়িবাড়ি: খড়িবাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক!! ধৃত বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা। স্বাধীনতা দিবসের আগে দার্জিলিং জেলার খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার এক বাংলাদেশী যুবক।ধৃতের নাম মহম্মদ কাউছার বেপারী।ধৃত বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃতের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট ও নাগরিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।
এসএসবি সূত্রে খবর, বৈধ নথিপত্র ছাড়াই ভারত থেকে নেপালে প্রবেশের আগে এসএসবি জওয়ানদের সন্দেহ হওয়ায় বাংলাদেশী ঐ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
অসঙ্গতি ধরা পড়লে তাকে গ্রেফতার করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃত কি কারণে এসেছিল ভারতে এবং কি কারণে নেপাল যাচ্ছিল তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ।