|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীর পাকিস্তানের একাধিক হামলা চালানো নিয়ে তালিবানের উপর ক্ষুব্ধ ইসলামাবাদ। বারবার আলোচনায় বসেও হয়নি সমস্যার সমাধান। মোল্লা আখুন্দজাদার সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে, টিটিপি সমস্যার সমাধান নিজেই করতে হবে পাকিস্তানকে। আর এতেই খাপ্পা ইসলামাবাদ।
তালিবান আমলে সীমান্ত সমস্যা নিয়েও ক্ষুব্ধ পাকিস্তান। কয়েকদিন আগেই পাক-আফগান সীমান্তে পাকিস্তানি ফৌজের দেওয়া বেড়া উপড়ে ফেলে তাদের গুলি করার হুমকি দেয় তালিবান জঙ্গিরা। ডুরান্ড লাইনে ঘটা এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় ইসলামাবাদ। আফগানিস্তানের সঙ্গে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত ভাগ করেছে পাকিস্তান। আর অতীতকাল থেকেই সেই সীমান্ত নিয়ে সংঘাত চলছে কাবুল ও ইসলামাবাদের মধ্যে।