|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “যে করেই হোক ৯ মে’র মধ্যেই ইউক্রেনকে হারিয়ে দিতেই হবে” রুশ সেনাবাহিনীকে নির্দেশ দিলেন মস্কো প্রশাসন।
জানা যায়, ৯ মে নাৎসি জার্মানিকে পরাজিত করেছিল ইউক্রেন আর সেই ইতিহাসের মাইলফলককে মাথায় রেখেই তার মধ্যেই এবারের যুদ্ধও শেষ করতে চান পুতিন।
ইউক্রেন হামলাকে ‘নব্য নাৎসি’মুক্ত করার প্রকল্প হিসেবে প্রচার করতে দেখা গিয়েছে পুতিনকে। সেই হিসেবে তিনি ইউক্রেন প্রশাসনকে নাৎসিদের সঙ্গেই তুলনা করেছেন।