|
---|
নূর আহমেদ : ২০আগষ্ট, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় মেমারি সোনা পট্টি এলাকায় তার নিজবাসভবনে সিলিং ফ্যানে শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করে । সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। মৃত বধুর স্বামী সত্যজিৎবৈরাগ্য দুপুরবেলা কাজে বেড়িয়ে ছিলেন। ছেলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে , প্রাইভেট পড়ে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনো ও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে মায়ের দেহ ঝলছে। চিৎকার চেঁচামেচি তে প্রতিবেশীরা ছুটে এসে দেহটি উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক গৃহবধূ কে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ মৃত দেহ টি শুক্র বার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।মৃত গৃহবধূ নাম জিনিয়া বৈরাগ্য ( ৪৩ ) পুলিশ ওপরিবার সূত্রে জানা যায় । ছেলে শ্বাশত বৈরাগ্য ও ময়ের সাথে পড়াশোনা নিয়ে কথা কাটাকাটি হয় এবং সেই অপমানের অবসাদে মা জিনিয়া বৈরাগ্য আত্মহত্যা করেছে বলে জানা যায় ।