মোথাবাড়ির বাঙ্গীটোলায় ভাঙ্গন পরিদর্শনে পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদল

 

    নতুন গতি, মোথাবাড়ি : মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লক বাঙ্গিটোলা অঞ্চলের গঙ্গা ভাঙ্গন দীর্ঘ ১৫ বছর পর নতুন করে আবার বাঙ্গিটোলা অঞ্চলে গঙ্গার ভাঙ্গনে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার মানুষের কথায় প্রায় কয়েক বিঘার মত ভাঙ্গনে কেটে তলিয়ে গেছে নদীতে। বাড়ি ঘর ভাঙার খবর নেই তবে চাপ ও আতঙ্ক রয়েছে ওই এলাকাজূড়ে।

    এলাকাবাসী পরিমল মন্ডল জানান, আমরা খুবই আতঙ্কে, রাত জেগে পাহারা দিচ্ছি গ্রামবাসী। আমাদের বাড়ি পুরাতন খাসমাইল থেকে উঠে এসে বাঙ্গীটোলায় ঠাই নিয়েছিলাম আবার যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব? প্রশাসনের কাছে আবেদন যে আমাদের জন্য বিকল্প কিছু একটা ব্যবস্থা করা হোক।

    শুক্রবার বিকেলে পরিদর্শনে কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস ও সংশ্লিষ্ট ব্লকের কর্মদক্ষ আলমগীর চিস্তী, কর্মদক্ষ আমিনুর আলম, কর্মদক্ষ মিরা বিবি প্রমুখ। এদিন গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করে মানুষের সাথে কথা বলেন এবং তাদের সম্পূর্ণভাবে ব্লকের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের প্রতি মূহুর্তে তৎপর ও সতর্কতা থাকার নির্দেশ দেন কালিয়াচক ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রাহমান বিশ্বাস । তিনি বলেন, এই এলাকায় দীর্ঘ ১৫ বছর পর আবার গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে। এটা আমাদের এলাকার জন্য জাতীয় বিপর্যয়। যেকোনো মূহুর্তে বাঙ্গীটোলা অঞ্চলের কয়েকটি গ্রাম বন্যায় কবলিত হতে পারে৷ অতএব আমরা বিভিন্ন দিক থেকে এলাকার মানুষদের সতর্কতা জারি করা হচ্ছে এছাড়াও আগামীতে বন্যার সম্ভাবনা হলে আমরা বিভিন্ন হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে থাকার সু ব্যবস্থা করা হবে ব্লকের পক্ষ থেকে বলে জানান।