|
---|
রাজা মিঞা,নতুন গতি,বীরভূম:-
কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠ , এই বিদ্যালয় টি
মুর্শিদাবাদ জেলার কুলি চৌরাস্তা মোড়ে অবস্থিত।এই সাধারণ বিদ্যাপীঠ বিদ্যালয়েই শিক্ষকতা করতেন পলাশ লোচন হাজরা মহাশয়।দীর্ঘ দিন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব কর্তব্যরত সঙ্গে পালন করে এসেছেন ।
কিন্তু গত ৩মার্চ মঙ্গলবার বৈকাল 5টা নাগাদ তিনি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন।হটাৎ কান্দি যাবার একটু আগেই গোলাহাট,খসড়া এর মাঝে একটি মোটরবাইকে সাইড দিতে গিয়ে একটি টোটো গাড়ির সামনে পড়ে যান পলাশ লোচন হাজরা মহাশয়।গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় রাস্তাই লুটিয়ে পড়েন বাইক নিয়ে।
সঙ্গে সঙ্গে এলাকার লোকজনেরা এই পলাশ লোচন হাজরা মহাশয়কে কান্দি হসপিটালে নিয়ে গেলে ওখানেই মৃত্যু হয় পলাশ লোচন হাজরা মহাশয়ের।
এই পলাশ লোচন হাজরা মহাশয় এর মৃত্যুতে শোস্তব্ধ কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা।