|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:–লোকসভার বিরোধী দলনেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতি হামলার প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবীতে রামপুরহাটে অবস্থান বিক্ষোভ, পথসভা ও রাস্তা অবরোধ করে দিনটিকে কালা দিবস ও ধিক্কার দিবস হিসাবে পালন করা হলো।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখলেন মিলটন রসিদ বিধায়ক ও পঃ বঃ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু শাখার চেয়ারম্যান, সৈয়দ কাসাফদ্দোজা চেয়ারম্যান বীরভূম জেলা কিষান কংগ্রেস কমিটি ও অনান্য নেতৃবৃন্দ।
এ দিন রামপুরহাট সিউড়ি সহ বিভিন্ন জাইগাতে এই বিক্ষোভ, পথসভা চলে।