|
---|
সেখ সামসুদ্দিন, ২০ নভেম্বরঃ বর্ধমানের এনজিও সংস্থা ‘শ্রী-সবুজের অভিযান’ -এর উদ্যোগে তালিত গৌড়েশ্বর হাই স্কুলে ‘উৎসব সম্মেলন ২০২২’ আয়োজিত হয়। এই উৎসবে জেলার বিশিষ্ট সাংবাদিক সহ বিভিন্ন সমাজসেবী সংস্থা ও অতিথিবর্গকে কলম, নোটবুক সহ ফোল্ডার এবং একটি করে মেহগনি বৃক্ষচারা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও ১১ জন দুঃস্থ মহিলাকে শাড়ি বিতরণ করা হয়। এদিনে সবুজের অভিযানের সদস্যদের আইডেন্টিটি কার্ড বিতরণ করা হয় এবং ৫০ জন শিশুর মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয় -এর প্রধান শিক্ষক তথা সবুজের অভিযানের প্রেসিডেন্ট নিখিল কুমার খান, সম্পাদক ডঃ তুষার কান্তি মুখোপাধ্যায়, কনভেনার অনির্বাণ রায়, কালচারাল সেক্রেটারি অম্লান মজুমদার, বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, ভাইস প্রেসিডেন্ট অসিত কুমার পাঠক, সুদীপ গোস্বামী, শেখ জামাল উদ্দিন, বর্ধমান মহিলা কলেজের অধ্যক্ষ ও সংস্থার উপদেষ্টা ডঃ বাণীব্রত গোস্বামী প্রমূখ।