|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:
“হাট বসেছে শুক্রবারে বকশীগঞ্জের পদ্মা পাড়ে” পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার দুর্গাপুর অঞ্চলের দেবীপুর আলীপুর রাজবাগান মাঠে প্রতি শুক্রবার হাট বসে। আর সেই হাট কেই এদিন জনসংযোগের সঠিক জায়গা বলে বেছে নিল মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য।
এদিন মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থীর সমর্থনে আলিপুর এবং দেবীপুর রাজবাগান কলোনির পাড়ায় পাড়ায় গিয়ে প্রার্থীকে নিয়ে জনসংযোগ ও প্রচার কর্মসূচী করা হলো। পরে হাটের মধ্যে পসরা নিয়ে বসা ব্যবসায়ীদের সাথে এবং স্থানীয় ক্রেতাদের সাথে জনসংযোগ করে ভোট প্রচার করেন মধুসূদন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সকল ব্লক ও অঞ্চল নেতৃত্ব ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
প্রচার এর মাঝেই আমাদের প্রতিনিধিদের সাথে মুখোমুখি হয়ে তিনি বলেন।