নেহরু যুব কেন্দ্র, নমামি গঙ্গা হুগলির গঙ্গা দূত দ্বারা বিশ্ব জলদিবস পালন

নেহরু যুব কেন্দ্র, নমামি গঙ্গা হুগলির গঙ্গা দূত দ্বারা বিশ্ব জলদিবস পালন

     

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : আজ নেহেরু যুব কেন্দ্র হুগলির নামামি গাঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গা গ্রামে Swachhta Pakhwada 2021 কার্যক্রমের আয়োজন হয়েছিল। এই কর্মসূচির 16/03/2021 থেকে 31/03/2021 পর্যন্ত চলবে। আজ, সপ্তম তম দিনে, আবদুলপুর ইত্যাদি গ্রামে সভা আয়োজন করা হয়েছিল। সপঞ্চামরা পঞ্চায়েতের সদস্য গন উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হ’ল কীভাবে গঙ্গা দূষণ মুক্ত রাখা যায়, কীভাবে জলজ জীবন এবং বাস্তুতন্ত্র রক্ষা করা যায়।

    নামামি গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক রীমা সামন্তের নেতৃত্বে বৃক্ষরোপণ, শপথ পাঠ, অঙ্কন প্রতিযোগিতা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংরক্ষণ সম্পর্কিত গল্প ইত্যাদির আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণ, বিষয়ে আলোচনা হয়।