|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 2নং,10নং,12নং অঞ্চল থেকে 30 জন পরিযায়ী শ্রমিক আজ জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। কেশপুর ব্লক কংগ্রেস কার্যালয়ে তাঁদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস সভাপতি মহঃ সাইফুল। তিনি বলেন, করোনা আবহে লকডাউনের মাঝে পরিযায়ীদের পাশে একমাত্র জাতীয় কংগ্রেসই দাঁড়িয়েছে। খাদ্য থেকে বিভিন্ন রকম সহায়তা দিয়েছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তাদের পাশে দাঁড়ায় নি। বছরে ২ কোটি চাকরী দেবার প্রতিশ্রুতি দিয়েও কাজ হারিয়েছে পরিযায়ী শ্রমিকরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সুহাশিষ পণ্ডা, জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি অনুপম ভট্টাচার্য্য, কেশপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি শেখ আহাসানুল্লা , কার্যকরী সভাপতি শেখ নাসির , সহ – সভাপতি আজাহারউদ্দীন মল্লিক, জেনারেল সেক্রেটারি আরিফ জামান, মাইনোরিটি সেলের চেয়ারম্যান মোসলেম মল্লিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।