হুগলির রিষড়ায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা :বগটুইয়ের ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর পুলিশ। সেই বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানেই এবার ধরা পড়লো আরো দুই দুষ্কৃতী। বুধবার হুগলির রিষড়া থেকে মেশিনগান সহ গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে (Rishra firearms)। চন্দননগর পুলিশের গোয়েন্দা দফতর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হানা দেয় রিষড়ার ৩ নং নতুনগ্রাম নিত্যানন্দপল্লীতে। সেখান থেকে সৌমেন্দু দাস ওরফে বিল্টুকে গ্রেফতার করে রিষড়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি কারবাইনের মতন ইমপ্রোভাইসড মেশিন গান, একটি ম্যাগাজিন, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।অন্যদিকে, গোবিন্দ দাস নামে আরো একজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশের গোয়েন্দা দফতর। গোবিন্দর কাছ থেকে তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে(Rishra firearms)। প্রসঙ্গত বগটুই এর ঘটনার পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের প্রত্যেক জেলায় বেআইনি অস্ত্র উদ্ধারের কাজ শুরু করার। এর পরেই পুলিশের তৎপরতা বাড়ে। হুগলিতেও গত কয়েকদিনে বহু বেআইনি অস্ত্র উদ্ধার হয়। ধরা পরে দুষ্কৃতীরা। তবে সেগুলো ছিল হয় পিস্তল নাহলে দেশি পাইপ গান। তবে এবার রিষড়ায় মেশিন গান ধরা পরায় চিন্তায় চন্দননগর পুলিশের গোয়েন্দারা।

     

    এদিন রিষড়া থানার চন্দননগর পুলিশের ডেপুটি কমিশনার অরবিন্দ আনন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য গোটা রাজ্যের অন্যান্য জায়গার মতোই চন্দননগর পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। রিষড়া থেকে যে দু’জন দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগেও মাদক কারবার সহ নানা অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাই পুলিশ তাদের ওপর নজর রেখেছিল। বুধবার রাতে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রিষড়ার নতুনগ্রাম এলাকায় হানা দেয় পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিভাবে তাদের কাছে এই মেশিনগানটি এল এবং কী উদ্দেশ্যে তারা মেশিনগান নিজেদের কাছে রেখেছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।