|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করবো” প্রকাশ্যে হুমকি দিলেন উত্তরপ্রদেশের এক হিন্দু মহন্ত বজরং মুনি দাস।
জানা যায়, ঘটনাটি ২ এপ্রিলের। নবরাত্রি উপলক্ষে এক শোভাযাত্রায় সেই মহান্তের বক্তব্য “যদি মুসলিমরা কোনও হিন্দু মেয়েকে উত্যক্ত করে, তাহলে আমি নিজে মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করবো।” এরপর ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। ভাইরাল হওয়া ভিডিওতে পাশের এক পুলিশকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে যোগী রাজ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও কোনও পদক্ষেপ নেয়নি উত্তরপ্রদেশ পুলিশ।