ভোট-পরবর্তী কর্মসূচি নিয়ে আজ শিলিগুড়িতে গৌতম দেব ও পাপিয়া ঘোষের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী আর কিছুক্ষনের মধ্যেই ঢুকছেন শিলিগুড়িতে।শিলিগুড়িতে বিপুল ভোটে জয়ের খবরে মুখ্যমন্ত্রী শিলিগুড়িবাসীকে অভিনন্দন জানিয়েছেন,এবং খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী আলাদা করে জেলা সভাপতি পাপিয়া ঘোষকে অভিনন্দন জানিয়েছেন।আজ দুপুর আড়াইটের সময় মুখ্যমন্ত্রীর বাগডোগরা এয়ারপোর্টে পৌছানোর কথা।মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন নির্বাচন পরবর্তীতে কোন গন্ডোগোল না হয়।তার নির্দেশ অনুযায়ী গৌতম দেব পাপিয়া ঘোষের সাথে আলোচনা করে নির্দেশ দিয়েছেন ফলাফল যাই হোক না কেন কোথাও যেন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে।বিশেষ করে দুদিন আগে শিলিগুড়ির 35নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে হামলার খবরও পৌছিয়েছে গৌতম দেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে।

    এবারে বোর্ড গঠন করছে তৃণমূল,তাই কলকাতা থেকেই গৌতম দেবের কাছে নির্দেশ এসে পৌছিয়েছে যতটা পারা যায় শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে।মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে কোচবিহার যাবেন পঞ্চানন বর্মার জন্মদিন পালন করতে।এর মধ্যেই মুখ্যমন্ত্রী শিলিগুড়ির blue print তৈরী করবেন পাপিয়া ঘোষ এবং গৌতম দেবের সাথে,যাতে কোনরকমের অশান্তি না হয় শিলিগুড়িতে কোন পদ নিয়ে।

    আজ শিলিগুড়িতে ৪৭টির মধ্যে ৩৭টি ওয়ার্ডে জয় তৃণমূলের।

    01. তৃণমূল কংগ্রেস – সঞ্জয় পাঠক
    02. তৃণমূল কংগ্রেস – গার্গী চ্যাটার্জি
    03. তৃণমূল কংগ্রেস – রামভজন মাহাতো
    04. বিজেপি – বিবেক সিং
    05. বিজেপি – অনিতা মাহাতো
    06. তৃণমূল কংগ্রেস – আলম খান
    07. তৃণমূল কংগ্রেস – পিন্টু ঘোষ
    08. বিজেপি – শালিনী ডালমিয়া
    09. বিজেপি – অমিত জৈন
    10. তৃণমূল কংগ্রেস – কমল আগরওয়াল
    11. বিজেপি – মঞ্জুশ্রী পাল
    12. তৃণমূল কংগ্রেস – বাসুদেব ঘোষ
    13. তৃণমূল কংগ্রেস – মানিক দে
    14. তৃণমূল কংগ্রেস – শ্রাবণী দত্ত
    15. তৃণমূল কংগ্রেস – রঞ্জন সরকার
    16. কংগ্রেস – সুজয় ঘটক
    17. তৃণমূল কংগ্রেস – মিলি সিনহা
    18. তৃণমূল কংগ্রেস – সঞ্জয় শর্মা
    19. সিপিআই(এম)- মৌসুমী হাজরা
    20. তৃণমূল কংগ্রেস – অভয়া বোস
    21. তৃণমূল কংগ্রেস – কুন্তল রায়
    22. CPI(M)- দীপ্ত কর্মকার
    23. তৃণমূল কংগ্রেস – লক্ষ্মী পাল
    24. তৃণমূল কংগ্রেস – প্রতুল চক্রবর্তী
    25. তৃণমূল কংগ্রেস – জয়ন্ত সাহা
    26. তৃণমূল কংগ্রেস – সিক্তা দে বসু রায়
    27. তৃণমূল কংগ্রেস – প্রশান্ত চক্রবর্তী
    28. তৃণমূল কংগ্রেস – সম্প্রিতা দাস
    29. সিপিআই(এম)- শরদিন্দু (জয়) চক্রবর্তী
    30. তৃণমূল কংগ্রেস – সাথী দাস
    31. তৃণমূল কংগ্রেস – মৌমিতা মন্ডল (মউ)
    32. তৃণমূল কংগ্রেস – তাপস চ্যাটার্জি
    33. তৃণমূল কংগ্রেস – গৌতম দেব
    34. তৃণমূল কংগ্রেস – বিমান তরফদার
    35. তৃণমূল কংগ্রেস – সম্পা নন্দী
    36. তৃণমূল কংগ্রেস – রঞ্জন শীল শর্মা
    37. তৃণমূল কংগ্রেস – অলোক ভক্ত
    38. তৃণমূল কংগ্রেস – দুলাল দত্ত
    39. তৃণমূল কংগ্রেস – পিংকি সাহা
    40. তৃণমূল কংগ্রেস – রাজেশ প্রসাদ শা (মুন্না প্রসাদ)
    41. তৃণমূল কংগ্রেস – শিবিকা মিত্তল
    42. তৃণমূল কংগ্রেস – শোভা সুব্বা
    43. তৃণমূল কংগ্রেস – সুখদেব মাহাতো
    44. তৃণমূল কংগ্রেস – প্রীতিকানা বিশ্বাস
    45. সিপিআই(এম)- মুন্সী নূরুল ইসলাম
    46. ​​তৃণমূল কংগ্রেস – দিলীপ বর্মণ
    47. তৃণমূল কংগ্রেস – অমর আনন্দ দাস