|
---|
শিলিগুড়ি: আমার জয়ের ভাগীদার আমাদের দলের কর্মীরাই,গত পরশু শিলিগুড়ি পুরসভার ২৪নং ওয়ার্ডে নির্দল প্রার্থী বিকাশ সরকারকে এগারো ভোটে হারান তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান প্রার্থী প্রতুল চক্রবর্তী।তিনি জয়ের পরে আজ জানান আমার কোন সম্ভাবনাই ছিলো না জেতার,আমি যে এই কঠিন লড়াই করে জীতে আসলাম তার মুল কৃতিত্ব আমার কর্মীদের, দিন রাত পরিশ্রম করে তারা আমাকে জয়ের মুখ দেখালেন,এই প্রচণ্ড ঠান্ডায় যেভাবে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার স্লিপ পৌছে দিয়েছেন,আমি তার জন্য তাদের উপর আজীবন কৃতজ্ঞ থাকবো।প্রতুল চক্রবর্তী আরো জানান আমি চেষ্টা করবো আমার জনগনের কাছে সুষ্ঠু পরিসেবা পৌছে দিতে।বাকিটা সময় বলে দেবে।
বয়োসের কারনে সমস্যা হবে কি না জানতে চাইলে এই বর্ষীয়ান নেতা জানান আমাদের চারিদিকে প্রচুর লোক আছে যারা আমাকে প্রচণ্ড ভালবাসে তারাই থাকবে আমার সাথে।আমার বয়স তো আর কমে যাবে না,আমি চেষ্টা করবো যারা আমাকে জিতিয়েছেন তাদের সন্মান বজায় রাখতে জানালেন প্রতুল চক্রবর্তী।