|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: নারদ মামলায় সোমবার সিবিআই গ্রেফতার করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এরপরই তোলপার হয়ে উঠে রাজ্য রাজনীতি।
ক্ষুদ্ধ হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। সমগ্র বাংলা জুড়ে তারই প্রতিচ্ছবি আমরা কাল দেখেছি। আজও বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখাতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের। এদিন মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের দেবীপুর বাজারে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা।মূলত, বিজেপির অঙ্গুলি হিলনে ও বিজেপি আশ্রিত রাজ্যপালের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই এই কাজ করছে। যতক্ষন না তাদের নেতাকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ এই ভাবে আন্দোলন চালাবে,” বলে জানায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব। অভিযোগ করে বলেন, “বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য দখল করতে না পেরে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সিবিআই কে লেলিয়ে দিয়ে এই ভাবে বদলা নিচ্ছে।” এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেমারি 1 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং, দুর্গাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নিতাই ঘোষ, তৃণমূল কংগ্রেসের কর্মী বিল্বমঙ্গল হাজরা, প্রদোষ চ্যাটার্জী, সইফূদ্দিন আলি খাঁ সহ অন্যান্য কর্মী সমর্থকরা।