|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ির 14নং ওয়ার্ডে বারোশর উপরে ভোটে জীতলেন 14নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রাবনী দত্ত।তার নিকটতম প্রতিদন্ধী বিজেপীর মাধবী মুখার্জীকে প্রায় বারোশো ভোটে হারান তিনি।শ্রাবনী দত্ত পেয়েছেন তেইশো ভোট অন্যদিকে মাধবী মুখার্জী পেয়েছেন এগারোশো ভোট।
আজ জীতে শ্রাবনী দত্ত জানালেন এই জয় আমার কর্মী এবং আমার ওয়ার্ডের ভোটারদের।আমার মহিলা কর্মীরা যেভাবে এই প্রচণ্ড ঠান্ডায় ঘুরে ঘুরে কাজ করেছেন তার তুলনা নেই।আমার সাথে যেভাবে প্রতিদিন আমার কর্মীরা এগিয়ে চলেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না।আমি আগামীদিনে সবাইকে নিয়ে চলতে চাই।আমি আমার এই জয় আমার কর্মী এবং আমার ওয়ার্ডের ভোটারদের উৎসর্গ করলাম জানালেন শ্রাবনী দত্ত।