|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ প্রথম সারির একগুচ্ছ নেতার সঙ্গে বৈঠক করলেন প্রশান্ত কিশোর। এই বৈঠকের সাথে ক্রমশ বাড়ছে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের সম্ভাবনাও।
কংগ্রেসের অন্দরের একটা অংশের দাবি, পিকে আসন্ন গুজরাট এবং হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করতে চান। বিশেষ করে গুজরাট বিধানসভায় কাজ করতে নাকি বিশেষভাবে আগ্রহী।
আরেক অংশের দাবি, তিনি সরাসরি কংগ্রেসে যোগ দিতে চান। এবং ২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কাজ শুরু করতে চান।