প্রাক্তন মুখ্যমন্ত্রী জৌতি বসুর জন্মদিন পালন

মহিউদ্দীন আহমেদ, বোলপুর: প্রাক্তন মুখ্যমন্ত্রী জৌতি বসুর ১০৮ তম জন্মদিবস যখাযথ মর্যদায় পালন করা হলো বীরভূমের বোলপুর, সিউড়ী সহ জেলার বিভিন্ন প্রান্তে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিআইএমের বর্ষীয়ান ও প্রয়াত বিচক্ষন এই নেতার জন্ম দিবস তাকে নতুন করে স্মরন করলো সাধারন মানুষ। সিপিআইএমের নেতা বা বামফ্রন্ট নেতৃত্বের তরফে জন্মদিন পালন করার উদ্যোগ নেওয়া হলেও প্রাক্তন এই মুখ্যমন্ত্রীকে সশ্রদ্ধ প্রনাম জানিয়ে শ্রদ্ধা জানান সাধারন মানুষও। উল্লেখ্য ১৯৭৭ থেকে ২০০০ সাল, টানা ২৩ বছর তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এত দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী থেকে তিনি ভারতের সব রাজ্যের মধ্য থেকে রের্কড গড়েছেন। ১৯৯৬ সালে দেশের প্রধানমন্ত্রী হবার জন্য তার নাম ঠিক হলেও পার্টির সিধান্তে হন নি। কিংবদন্তি রাজনীতির এই নায়ক ১০৪০ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন। তার আদি বাড়ী বাংলাদেশে। বিলেত থেকে ব্যারিস্টার পাশ করেন। ২০০৮ সালের ১৭ জানুযারী তিনি প্রয়াত হন। তার প্রয়ানে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরাট শুন্যতার সৃষ্টি করে। পড়াশুনো করেছেন। ৮ জুলাই ১৯১৪ সালে তিনি জন্ম গ্রহন করেন। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জৌতি বসুর জন্মদিন পালনে তার জীবনী নিয়ে আলোচনা হয়।