|
---|
হুগলি: বিজেপির বিদ্রোহীদের তালিকায় আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। দলের হুগলি জেলা কমিটি গঠনে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে দাবি লকেটের। তাঁর অভিযোগের তির দলের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর দিকে। এই নিয়ে যদিও সাবধানী প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।
সোমবারই দলের বিদ্রোহীদের সঙ্গে লকেটের বৈঠকের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। তার আগে শনিবার দলের চিন্তন বৈঠকে নেতাদের আত্মসমালোচনার পরামর্শ দেন লকেট। সব মিলিয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে যে তাঁর সম্পর্ক মধুর নয় তা বেশ কিছুদিন ধরেই টের পাওয়া যাচ্ছিল।
এদিন অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লকেট বলেন “আমার সঙ্গে কথা না বলেই আমার এলাকায় জেলা কমিটি গঠন হয়ে গেল। নিজের ইচ্ছা মতো কমিটি তৈরি করেছেন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। আমি এই কমিটির কোনও দায়িত্ব নেব না।”
রাজনৈতিক মহলের মতে, এবারও অভিযোগ সেই অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে। যার বিরুদ্ধে সরব হয়েছিলেন রীতেশ – জয়প্রকাশরা। তবে কি অমিতাভ চক্রবর্তীর কাজ করার কায়দার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না পুরনো বিজেপি নেতারা?