পশ্চিমবঙ্গের বেকার যুবশ্রী কর্মপ্রার্থীদের স্থায়ী চাকরির আবেদন

আজিম সেখ,নতুন গতি, পশ্চিম মেদিনীপুর:-
2012 সালে কর্ম বিনিয়োগ কেন্দ্রের নাম নথিভুক্ত করা বেকার কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামে ওয়েব পোর্টাল চালু করেন এবং 2013 সালের 3 রা অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্পের সূচনা হয়।এবং প্রথম 1 লক্ষ বেকার কোন প্রার্থীদের মাসে পনেরশো টাকা করে উৎসাহ ভাতা প্রদান করা হয় এবং ছ মাস থেকে এক বছরের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে নিয়োগ করার প্রতিশ্রুতি দেন কিন্তু দীর্ঘ সাত বছরে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে বেকার কর্ম প্রার্থীরা কোন ডাক পেলো না, এবং যেহেতু এটি শ্রম দপ্তরের অধীনে সেজন্য ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী থেকে বিভাগীয় দপ্তরে বহুবার যুবশ্রী দের আর্তনাদের কথা জানানো হয়েছে এবং স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী কেউ বহুবার সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে।
All Bengal Youth welfare Association Govt.Regd.No -S0008337,Estd-2019
( সারা রাজ্যের এক অদ্বিতীয় যুবশ্রী অরাজনৈতিক সংগঠন)   এর পক্ষ থেকে আমরা ইতিপুর্বেই সিদ্ধান্ত   নিয়েছিলাম যে প্রত্যেক টি জেলা থেকে ( মাননীয়/মাননীয়া) বিধায়ক, সাংসদ, এবং রাজ্যের মন্ত্রীগণকে আমরা সংগঠনের পক্ষ থেকে এই করুন মহামারী পরিস্থিতিতে আমরা 2013 সালের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের আর্তনাদের কথা উনাদের স্মারকলিপি আকারে প্রদান করবো
আজ অর্থাৎ 16.07.2020 তারিখে আমরা এই কঠিন মহামারী পরিস্থিতিতে এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই কষ্টের পরিস্থিতিতে যানবাহন চলাচল  অস্বাভাবিক থাকা সত্ত্বেও সমস্ত বাধা অতিক্রম করে পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের সংগঠনের কিছু সংখ্যক জেলা ও রাজ্য নেতৃত্ব মিলে মাননীয় শ্রীকান্ত মাহাতো( শালবনি বিধানসভা কেন্দ্র) উনার সঙ্গে দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে উনার নিকট যুবশ্রী কর্মপ্রার্থীদের আর্তনাদের কথা লিখিতভাবে স্মারকলিপি আকারে প্রদান করলাম। ওনাকে সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের আর্তনাদের কথা খুবই মনোযোগ সহকারে শুনে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে উনি রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের বিষয়টি উত্থাপন করে যুবশ্রীদের সাত বছরের বেকারত্ব জীবন থেকে মুক্তি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেছেন।