গাড়িতে ভ্যাকসিন চালু করল কলকাতা পুরসভা 

নতুন গতি নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ভ্যাকসিন প্রক্রিয়া কিন্তু কোনও ভাবেই থেমে নেই রাজ্যে। গতকালই রাজ্যে শুরু হয়েছে ভ্যাকসিন ন হুইল পরিষেবা। আজ চালু হল ড্রাইভ ইন ভ্যাকসিন কর্মসূচি। পার্ক সার্কিসের একটি শপিং মলে এই পরিষেবার সূচনা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন এখানে কেউ গাড়ি নিয়ে এলে তাঁকে ভ্যাকসিন দেওয়া হবে। গাড়িতে বসেই তিনি ভ্যাকসিন নেবেন।

    গাড়িতে ভ্যাকসিন চালু করল কলকাতা পুরসভা 

    মহারাষ্ট্র প্রথম শুরু হয়েছিল ড্রাইভ ইন ভ্যাকসিন। তাতে সাফল্যও পেয়েছিল উদ্ধব ঠাকরে সরকরা। সেই টিকাকরণ কর্মসূচিক আদলেই এবার কলকাতাতেও শুরু হল ড্রাইভ ইন ভ্যাকসিন কর্মসূচি। পার্ক সার্কাসের শপিং মলে শুরু হয়েছে এই টিকাকরণ কর্মসূচি। উদ্বোধন করেন ফিরহাদ হাকিম। একই সঙ্গে অক্সিজেন অন হুইলস পরিষেবারও সূচণা করেছে তিনি।

    আজ শহরের বিভিন্ন প্রান্তে ঘুরেছে ভ্যাকসিন অন হুইল বাস। একাধিক জায়গায় গিয়ে তাঁরা টিকাকরণ করিয়েছেন। বাজার গুলিতেইমূলক টিকাকরণ করা হচ্ছে এই ভ্যাকসিন অন হুইল পরিষেবার মাধ্যমে। বাজারে বাজাের ঘুরে হবে টিকাকরণ কর্মসূচি। এদিকে সোমবার থেকেই রাজ্যে স্পুটনিক ভি করোনা ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি শুর হবে বলে জানানো হয়েছে। দুটি করে ডোজ দেওয়া হবে অ্যাপোলো হাসপাতালে। প্রতিটি ডোজের দাম ১২৫০ টাকা।