প্রকাশিত হল মধুপুর সাহিত্য পত্রিকা

নিজস্ব সংবাদদাতা, পটাশপুর: পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে উদযাপিত হলো স্বাধীনতা দিবস।শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত ২ নং অঞ্চলের মধুপুর মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এক মনোরম পরিবেশে প্রকাশিত হল গ্রামনামে চিহ্নিত পত্রিকা-মধুপুর। মূলত গ্রামীন লোকায়ত সংস্কৃতির চালচিত্র নির্মাণই এই পত্রিকার মূল উদ্দেশ্য।

     

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রাক্তন শিক্ষক সতীশ চন্দ্র রথ, বিশিষ্ট সমাজসেবী শ্র সতীশ চন্দ্র সাহু, মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত ভৌমিক, শিক্ষক ধনঞ্জয় বিশাই, শিক্ষক গিরিধারী মাইতি, সমাজসেবী সুদীপ্ত মন্ডল, সুকুমার রাউল প্রমুখ। সম্পাদক বিষ্ণুপদ দাশ মহাশয়ের নিজ বাসভূমি মধুপুর গ্রামের নিজ বাসভূমি মধুপুর গ্রামের নামে পত্রিকার নামকরণ এবং আগামীদিনের কর্মসূচি বিষয়ে আলোকপাত করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই পত্রিকার শ্রীবৃদ্ধি কামনার আশা ব্যক্ত করেন। তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। পত্রিকা প্রকাশের সূচনালগ্নে সকলেই ছিলেন মধুপুর গ্রামের মানুষ। মধুপুর গ্রামের দুটি ক্লাব সবুজ সংঘ ও নিউ স্টার ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।