|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ আবারও প্রশ্ন চিহ্নের মুখে পড়লো মেদিনীপুর শহরের আইন শৃঙ্খলা।আবারও রাতের অন্ধকারে গুলি চালার ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুর শহরে। গুলিতে শহরের বটতলা এলাকার বছর ১৬’র এক কিশোর আহত হয়েছে। নবম শ্রেণীর ছাত্র ওই কিশোরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা শহরের কেন্দ্রস্থল বটতলাচক এলাকায়, হরিজন প্রাথমিক বিদ্যালয় লাগোয়া,পৌরসভার জল ট্যাংকের কাছে, ছোটো মাঠে এই ঘটনা ঘটেছে সোমবার রাত্রি সাড়ে ন’টা-দশটা নাগাদ। এলাকাবাসীদের বয়ান অনুযায়ী সোমবার সন্ধ্যায় ওই মাঠে বসে কিছু কিশোর ও যুবক আড্ডা দিচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শোনা যায়। শুভ বেরা নামে ওই কিশোর কিছু বুঝে ওঠার আগেই দেখে তার ডান হাত রক্তে ভেসে যাচ্ছে! একটু পরে যন্ত্রণা অনুভব করে কাঁধের কাছে। বুঝতে পারে গুলি লেগেছে তার! সাথে সাথেই স্থানীয়রা তাকে মেডিক্যাল কলেজে ভর্তি করে। এই ঘটনায় শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছ বিরোধী রাজনৈতিক দল গুলি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য গত একবছরের মধ্যে বেশ কয়েকবার গুলি চলার ঘটনা ঘটলো। এই ধরনের ঘটনা শহরের শান্তিপ্রিয় নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সবার বক্তব্য পুলিশ দ্রুত তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক।