|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর পাচ্কলগুরিতে প্রায় ২০০ টি বাড়ির মিটার বক্সে আগুন লেগে যাওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর বিদ্যুৎ দপ্তর এর কাছে গেলে বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসার পর তাদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে এদিন ওই এলাকায় বিদ্যুৎ লাইনে আচমকা আগুন লেগে যায় , সেই আগুন মিটার বক্সে গিয়ে পৌঁছালে বিস্ফোরন হতে থাকে, ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রত্যেকটি বাড়িতে একাধিক ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবার খবর মিলেছে। গোটা এলাকায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়, ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি কমিশনারেটের এনজিপি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় বলে জানা গিয়েছে।
বিদ্যুৎ দপ্তর আধিকারিকরা জানিয়েছেন ওই এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ এর তার আছে। বিদ্যুতের তার যত উচ্চতায় থাকা দরকার সেইরকম উচ্চতায় নেই, কোন কারণে নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে নেমে এসেছে। ওই হাইভোল্টেজ বিদ্যুতের তার কোনভাবে সাধারণ বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। সেই কারণে সাধারণ বিদ্যুতের তার হাইভোল্টেজ বিদ্যুতের তারে পরিণত হয়, সেই কারণেই লাইনে আগুন লেগে যায় তারপর মিটার বক্সে বিস্ফোরণ হয়।