দীঘার সমুদ্র সৈকতে গাছ লাগালেন কাঁথির শিক্ষক শ্যামল জানা

লু তুব আলি : দীঘার সমুদ্র সৈকতে গাছ লাগালেন কাঁথির শিক্ষক শ্যামল জানা। ৮ মে বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে দিঘার হাসপাতাল ঘাটে বৃক্ষরোপণ করলেন শ্যামল জানা। বিশেষ বিশেষ দিনগুলোতে শ্যামলবাবু নিজস্ব খরচায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করবার জন্য পাগলের মতো ঘুরে বেড়ান। তিনি ইতিমধ্যে প্রায় চার লাখ গাছ লাগিয়ে ফেলেছেন। পৃথিবী হচ্ছে মায়ের মতো। এই মায়ের এখন খুব খারাপ অবস্থা চলছে। নির্বিচারে গাছ কাটা হচ্ছে। বিভিন্ন রকম ভাবে প্রাকৃতিক পরিবেশ দূষিত হচ্ছে বলে শ্যামলবাবু মনে করেন। তাই মাতৃ দিবসে গাছ লাগিয়ে সকলকে বার্তা দিচ্ছেন তিনি। এ বিষয়ে শ্যামল বাবুর স্লোগান হল থাকবো নাকো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। এদিন দীঘার বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামল বাবুর বন্ধু দীঘার বাসিন্দা রবি শংকর জানা। তিনি বৃক্ষরোপনের কাজে সহযোগিতা করেন। এ ব্যাপারে রবি শংকর জানা কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষময় পৃথিবীতে শ্যামল বাবুর এই উদ্যোগকে সকলের স্বাগত জানানো উচিৎ। শ্যামল জানা বলেন তাঁর জীবদ্দশায় পাঁচ হাজার বট ও অশ্বথ গাছ লাগিয়ে যেতে চান। তিনি আশঙ্কা করেন আগামী ২০৩২ সালের মধ্যে ঝড়-ঝঞ্ঝায় সমগ্র পৃথিবীর অনেকাংশে তছনছ হয়ে যেতে পারে। তাই বৃক্ষরোপণ কে সামাজিক কর্মসূচি হিসেবে যুদ্ধকালীন তৎপরতায় রূপায়ণ করা দরকার।