বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রক্তদান শিবির

রহমতুল্লাহ, সাগরদিঘী : ৮ই মে রবিবার বিশ্ব থালাসেমিয়া দিবস সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো কাবলিপুর উচ্চবিদ্যালয়ে, সাগরদিঘীর কাবিলপুর তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট উদ্যোগে এদিনের শিবির সম্পন্ন হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জী, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস, ওবায়দুর রহমান, সুমন শরীফ, মোসাররোফ হোসেন, সাহিন হোসেন প্ৰমুখ। ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান আমরা রক্ত দানের পাশাপাশি রক্তের গ্রুপ টেস্টিং এর আয়োজন করেছি। সাগরদিঘীর বিডিও সুরজিৎ চ্যাটার্জী জানান কিছুদিন আগেইজঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের অভাবে এক প্রসুতি মহিলা মারা গিয়েছেল। সুতরাং রক্তের অভাবে যেন আর কোন মা বোন মারা না যায় সেই দিকে নজর রাখতে হবে। অন্যদিকে সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস মহাশয় বলেন রক্তদাতার সংখ্যা অনেক বাড়াতে হবে এবং প্রত্যেক ব্যক্তির রক্তের গ্রুপ জানা হতে হবে, সুতরাং কোনো মুমূর্ষু রোগীর রক্তের সংকটে পড়লে যেন সেখানে ছুটে গিয়ে রক্তদানে করতে পারেন সেই জন্য। কিছুদিন আগেই রমজান মাসে রোজা রেখে যে সমস্ত ব্যক্তিরা রক্ত দান করেছেন তাদের সকলকে সাধুবাদ জানাই আজ থেকে পাঁচ বছর আগে হয়তো এভাবে রক্তদানের ব্যাপারটা ছিল না। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মূলত এই কাজটা সম্পন্ন হচ্ছে। এদিন শিবিরে মোট ৫৮ জন রক্তদাতা রক্তদানে এগিয়ে আসেন। রক্ত দাতাদের সকলকে সার্টিফিকেট মেমেন্ট দিয়ে সম্মান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ।