এম.ইঃ.এইচ.পি.কাউন্সিলের কনফারেন্স

আসাদ আলী, নতুন গতি : গত সুদীর্ঘ সময় আমরা বিশ্বব্যাপী মহামারী তথা করণাকাল পার হয়ে সবে আমরা একটু থিতু হচ্ছি অর্থাৎ স্বাভাবিক জীবনে ফিরছি, সাধারণ মানুষের সাথে সাথে বহু করণা যোদ্ধা, চিকিৎসক, চিকিৎসা কর্মী, নার্স আমরা হারিয়েছি। তখন সেই লোমহর্ষক মহামারী সময়ে এবং এখনো যে সমস্যা, চিকিৎসক সংগঠন সামনের সারিতে থেকে আর সাধারণ মানুষের জন্য তাদের ওষুধ পত্র ও সংবেদনশীল মন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তার মধ্যে এম ই এইচ পি কাউন্সিল অন্যতম এবং তার সম্পাদক চিকিৎসক ডাক্তার শ্রীমন্ত আরি-ইঃ.এইচ, সভাপতি ডাঃ এস মল্লিক- ইঃ. এইচ প্রমুখ।রবিবারে সকাল ১১ টা হইতে বৈকাল পাঁচটা পর্যন্ত পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে শ্রী হরি ভবনে প্রায় 70-80 জন চিকিৎসক ও ছাত্রছাত্রী ইলেকট্রো হোমিওপ্যাথির বর্তমান ও ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের স্বল্প মূল্যে পার্শ্ব প্রতিক্রিয়া হীন চিকিৎসা ক্যান্সার, এইডস, সুগার, মহিলাদের বিভিন্ন রোগ দূরারোগ্য চিকিৎসায় তার অবদান ইত্যাদি বিষয়ে আলোচনা ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন প্রভৃতি বিষয় নিয়ে সুসম্পন্ন হলো সুন্দর একটি আলোচনা সভা । উপস্থিত ছিলেন আয়ুশের প্রতিনিধি ত্রিপুরা ও আসামের বিশিষ্ট চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ এম ইঃ এইচ পি কাউন্সিলের কর্ণধার বিশিষ্ট চিকিৎসক শ্রীমন্ত আরি- ইঃ. এইচ এর দাদু জগন্নাথ বর্মন মহাশয় অনুষ্ঠানের একদিন আগে হঠাৎ প্রয়াত হওয়ায় তাকে শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতি, হোমিওপ্যাথির জনক ডাক্তার কাউন্ট সীজার মেট্টি মহাশয়ের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে একটি নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । তারপর সভাপতি অতিথিবরণ চিকিৎসা বিষয়ক বক্তৃতা ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান । উপস্থিত ছিলেন-এম ই এইচ পি র সম্পাদক শ্রীমন্ত আরি ইঃ.এইচ.,ডাক্তার এস কে মল্লিক ইঃ. এইচ. এম ইঃ এইচ পি কাউন্সিলের প্রেসিডেন্ট ,ডাক্তার কুনাল ভট্টাচার্য আয়ুষের মেডিকেল অফিসার এবং এম ই এইচ পি র সদস্য ডাক্তার । উদয় অধিকারী ডাক্তার বিজয় ভৌমিক ডাক্তার শেখ আসাদ আলী ইঃ.এইচ, ডাক্তার এ কে জানা ইঃ.এইচ., ডাঃ শুকুর আলি আহমেদ ইঃ. এইচ. প্রমুখ বিশিষ্ট চিকিৎসক বৃন্দ।সঞ্চালনায় ছিলেন ডাঃ অপর্ণা জানা ইঃ. এইচ. ও সুনির্মল মাইতি।