|
---|
সেখ সামসুদ্দিন, ৩০ সেপ্টেম্বর : কোলকাতায় ইস্ট ইন্ডিয়া মোসান পিকচারস অর্গানাইজেশন ইমপার পরিচালন কমিটি গঠনে নির্বাচন করা হয় গতকাল। ২১ জনের কমিটি গঠনে রীতিমতো ছিল পুলিশি পাহাড়ায় সাধারণ নির্বাচনের ন্যায় ব্যালটে ভোট। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন মেমারির ছেলে রামকৃষ্ণ হাজরা এবং জয় লাভ করে তিনি ইম্পার ডেপুটি চেয়ারম্যান পদে আসীন হলেন। শ্রীমতী প্রিয়া সেনগুপ্ত প্রেসিডেন্ট ও বিজয় কল্যাণী, রতন সাহা এবং সরোজ মুখার্জী এক্সিকিউটর, প্রডিউসার ও ডিস্ট্রিবিউটর এই তিন বিভাগের চেয়ারম্যান পদে আসীন হন দুই বছরের জন্য। মেমারির মুকুটে আর একটি পালক জুড়ে দেশের তথা মেমারির গর্ব হিসাবে মুখ উজ্জ্বল হল। রামকৃষ্ণ হাজরা মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক, মেমারি শহর সেন্ট্রাল পুজো কমিটির সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক সহ বহু সংগঠনের দায়িত্বশীল পদে বিরাজমান।