|
---|
নূর আহমেদ : রক্তদান যে একটি মহৎ কাজ, তা তো আর বলার অপেক্ষা রাখে না। চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতিতে মানুষের গড় আয়ু বেড়েছে। পেসমেকার, স্টেন বসিয়ে কৃত্রিম উপায়ে সচল রাখা হচ্ছে হৃদযন্ত্র। মরণাপন্ন রোগী বেঁচে থাকছেন ভেন্টিলেশনে। কিন্তু, কৃত্রিমভাবে তো আর রক্ত তৈরি করা যায় না! কিন্তু, অস্ত্রোপচার করার সময়ে রোগীকে কিংবা দুর্ঘটনায় আহতদের অনেক সময়ই রক্ত দেওয়ার প্রয়োজন। আবার থ্যালাসেমিয়া কিংবা ব্লাড ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিতে যাঁরা আক্রান্ত, তাঁদেরও নিয়মিত রক্ত নিতে হয়। কিন্তু, এত রক্ত কোথায় পাওয়া যাবে? ভরসা সেই রক্তদাতারাই।
এদিন ২৬শে ডিসেম্বর মেমারি শহর তৃণমূল INTTUC-র উদ্যোগে,মেমারি-মন্তেশ্বর বাস ও ট্রেকার ইউনিয়নের সহযোগিতায় ৬০জন রক্তদাতার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মেমারি নতুন বাসস্ট্যান্ডে একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন মেমারি নতুন বাস স্ট্যাণ্ডে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পুর্ব বর্ধমান জেলা INTTUC সভাপতি সৈয়দ মহঃ সেলিম সহ মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী,ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল INTTUC সভাপতি শেখ আশরাফ আলী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের দলনেতা ফাত্তার কয়াল, মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৌরভ সাঁতরা,মেমারি শহর তৃণমূল কংগ্রেস INTTUC-র সাধারণ সম্পাদক মহঃ সেলিম সহ মেমারি পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও দলীয় অন্যান্য নেতৃত্ব এই রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও তাদের রক্তদান করতে এগিয়ে আসেন।